হাকিমপুরের হিলিতে র‌্যাব-১৩ অভিযানে ১টি ওয়ান সুটারগানসহ আটক ১

ছামিউল ইসলাম আরিফ, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ  ২০/০৮/১৭ রোজ রবিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জেলার হাকিমপুর থানার হিলি কাঁচা বাজারস্ত রুহুল আমিন ওরফে রুবেলের মুদিদোকানে র‌্যাব-১৩ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ১ টি ওয়ান সুটারগান, ১ টি মোবাইল ফোন ও ৩৩ কেজি ভারতীয় বিট লবন সহ মোঃ রুহুল আমিন ওরফে রুবেল (২৪) পিতা মোঃ রায়হানুল ইসলাম ওরফে ভুট্টু, সাং-পূর্বরামচন্দ্রপুর, থানা পাঁচবিবি,জেলা জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করেন।

র‌্যাব-১৩ সহকারী পরিচালক (অফস্) খন্দকার গোলাম মোর্ত্তূজা, এএসপি সুত্রে জানাগেছে, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরু থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, অপহরণ চক্রকে সনাক্ত, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে র‌্যাব সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় হিলিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে হিলি হইতে ১টি আগ্নেয়াস্ত্র সহ ১ জন অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ