মেয়েকে জোরপূর্বক অসামাজিক কাজে লিপ্ত করার অভিযোগে মা-বাবাসহ আটক ৩

বরিশালে মেয়েকে জোরপূর্বক অসামাজিক কাজে লিপ্ত করার অভিযোগে বাবা-মাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত বাবা-মাসহ তিনজন বর্তমানে জেলহাজতে রয়েছেন। এ ধরনের ঘৃণিত কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সচেতন মহল। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে পূর্বপরিচিত এক মধু ব্যবসায়ীর সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করছে বাবা-মা। বড় মেয়ের এমন লিখিত অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক তদন্তে নামে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযোগের সত্যতা পাওয়ার পর রোববার বিকেলে ওই মধু ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ অভিযুক্ত বাবা-মাকে গ্রেপ্তার করে পুলিশ। আর নির্যাতনের শিকার কিশোরীকে নেওয়া হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে। বিএমপি উপপুলিশ কমিশনার আলী আশরাফ বলেন, চতুর্থ শ্রেণির এক ছাত্রী আমাদের কাছে লিখিত অভিযোগ করে তার মা-বাবা জোরপূর্বক অসামাজিক কাজ করতে বাধ্য করে। ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বাবা-মা ও অন্য একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বরিশাল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. একেএম জাহাঙ্গীর বলেন, এ ধরনের ঘটনা নিন্দনীয় এবং এটি মানবতাহীন একটি ঘটনা। এ ছাড়া এমন ঘৃণিত কাজের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। ১৪ বছর বয়সী নির্যাতিতা কিশোরীটি বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে বাবা-মায়ের সঙ্গেই থাকত। গত জুন থেকে অক্টোবর পর্যন্ত তাকে ১২৫ বার শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে, এমনটাই উল্লেখ করা হয় মামলার নথিতে।

সর্বশেষ সংবাদ