করোনায় আক্রান্ত অরিজিৎ সিং

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের সুপারস্টার গায়ক অরিজিৎ সিং। একই সঙ্গে করোনা পজিটিভ হয়েছেন তার স্ত্রীও। করোনা আক্রান্ত হওয়ার পর তারা কোয়ারেন্টাইনে রয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুক পোস্ট করে নিজেই এ খবর দিয়েছেন অরিজিৎ সিং। জানিয়েছেন, তাদের কোনও উপসর্গ নেই। শারীরিক অবস্থাও স্থিতিশীল। তাই আপাতত হোম আইসোলশনে রয়েছেন দুজনেই। ভারতের এই গায়ক গত বছরের জুন মাসে, করোনা আক্রান্তদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন। জেলা স্বাস্থ্য দফতরের হাতে অক্সিজেন কনসেনট্রেটরসহ চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছিল অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা। করোনা আক্রান্তদের সাহায্য করতে অনলাইন কনসার্ট করেছিলেন জনপ্রিয় এ শিল্পী। কনসার্টে গান গেয়ে যে আয় করেছিলেন তার সবটাই তিনি চিকিৎসার জন্য দান করেন। গেল কয়েকদিন বলিউড ও টালিউডের অনেক তারকা করোনায় আক্রান্ত হন। কয়েকদিনের ব্যবধানে আক্রান্ত হয়েছেন, টলিউডের অভিনেতা দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী, মিমি চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্তসহ একঝাঁক তারকা। যে কারণে স্থগিত করে দেওয়া হয়েছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও। যেন একের পর এক দীর্ঘায়িত হচ্ছে সেই তালিকা। গেল বছর করোনায় মাকে হারিয়েছেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং। করোনা মুক্ত হওয়ার পরও তিনি অসুস্থ ছিলেন। একাধিক কো-মর্বিডিটি থাকায় একমো সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিন্তু শেষপর্যন্ত মারা যান অরিজিৎ সিংয়ের মা।

সর্বশেষ সংবাদ