বিক্তবান সকল মানুষকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো প্রয়োজন-শফিক

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চকসুতরাপুর সমাজ কল্যান সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে সমাজ পরিবারের দিকেও দৃষ্টি দিতে হবে। আমাদের দেশটা অসাম্প্রদায়িক। এদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্ম বর্ণের মানুষের। তেমনই সমাজের অবহেলিত পিছিয়ে পড়া হরিজন, মুচি, বেদে, তৃতীয় লিঙ্গের অবহেলিত মানুষদেরও। সমাজের সচেতন সকল মানুষ যদি একটু যতœশীল হয়ে এই পিছিয়ে পড়া অবহেলিত মানুষদের পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই পরিবার, সমাজ, তথা দেশ মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের প্রকৃত সোনার বাংলা হিসেবেই প্রতিষ্ঠিত হবে। তিনি সমাজের বিক্তবান সকল মানুষকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান। তিনি রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের চকসুতরাপুর সমাজ কল্যান সমিতির আয়োজনে তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায়ের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথাগুলি বলেন।
এসময় উপস্থিত ছিলেন, চকসুতরাপুর সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান নুর, সাবেক ছাত্রনেতা এস এম জোবাইদুল ইসলাম আসাদ, শ্রমিকলীগ নেতা দিলিপ কুমার রায়, সমিতির সদস্য বকুল, রুপলাল, কাইউম, খোকন, মিল্লাত, নীলয়, তিলক প্রমূখ।

সর্বশেষ সংবাদ