লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দিতে হবে-রিজু

এস আই সুমনঃ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক, রচনা, হস্তলেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের এ বিষয়ে আরো গুরুত্ব দিতে হবে । বর্তমান সরকারের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি। বাংলাদেশ আজ আর কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। আন্তর্জাতিক পর্যায় থেকে অনেক পুরস্কার নিচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীরা,তিনি আরো বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধূলাটা ও সংস্কৃতি চর্চাও থাকতে হবে। সোমবার শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, পঞ্চদাস জামতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উথলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও স্কাউটস সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, সেকেন্দ্রাবাদ দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন, শিবগঞ্জ ফাযিল ডিগ্রি মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক সাইফুল ইসলাম, রোকেয়া ছাক্তার উচ্চ বিদ্যালয় শরীর চর্চা শিক্ষক প্রাণ গোপাল দাস বিপ্লব প্রমুখ।

সর্বশেষ সংবাদ