খুলনায় ভারতীয় স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কচ্ছপ উদ্ধার

ভারতীয় স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত কচ্ছপ উদ্ধার বাংলাদেশে গবেষণার কাজে ব্যবহৃত ভারতীয় স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত বিলুপ্ত প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপ উদ্ধার হয়েছে বাংলাদেশের খুলনায়। জেলার দিঘলিয়ার কাজীরহাট এলাকায় এক জেলের জালে এটি ধরা পড়ে গতকাল শনিবার। এ বিষয়ে অবহিত হলে কচ্ছপটি উদ্ধার করে তা স্থানীয় বন বিভাগকে জানায় গাজীরহাট পুলিশ ক্যাম্প। আজ রোববার সকালে কচ্ছপটি উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যান বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, জেলের জালে কচ্ছপটি আটকা পড়ার পর প্রথমে পুলিশ এবং পরে খুলনা বন বিভাগ উদ্ধার করে। সেখানকার সিএফ মিহির কুমার দে খবর দিলে সেটি উদ্ধার করে করমজলে আনা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে এসব প্রাণী। এগুলোর বিলুপ্তি ঠেকাতে সংরক্ষণ এবং প্রজননের জন্য উপযুক্ত প্রকল্প নেওয়া প্রয়োজন। এ বিষয়ে কেন্দ্রটির বাটাগুরবাস্কা প্রজেক্টের স্টেশন ম্যানেজার আব্দুর রব বলেন, বাটাগুরবাস্কা কচ্ছপের গতি-প্রকৃতি ও আচরণবিধি, বিচরণ ক্ষেত্র, খাদ্যভাস ও প্রজননের বিষয়ে গবেষণা করতে টাইগার প্রজেক্ট নিয়েছে ভারত। গত ১৫ ফেব্রুয়ারি এ জন্য স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ১০টি পুরুষ কচ্ছপ অবমুক্ত করে দেশটি ভারতের সজনেখালীর কুলতলীতে ছাড়া এমন একটি কচ্ছপ এর আগে পূর্ব সুন্দরবনের বলেশ্বর ও সাউথখালীর নদীতে বিচরণ করতে দেখা গেছে। দেশটির স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত ১০ বাটাগুরবাস্কারসহ ২০০ কচ্ছপ গবেষণার জন্য সংগৃহীত রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ