ভুয়া গ্রেফতারি পরোয়ানা দিয়ে ইউপি সদস্যকে হয়রানির অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে এক ইউপি সদস্যকে গ্রেফতারের জন্য ভুয়া গ্রেফতারি পরোয়ানাপত্র দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী থানায় অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। পরে সে আদালতে মামলা দায়ের করেন। জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য নুরে আলম মণ্ডল নুহুর বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন মামলার ভুয়া গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয় টাঙ্গাইলের ভূঞাপুর থানায়। তবে ওই গ্রেপ্তারি পরোয়ানা সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. সাইফুল ইসলাম। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১১(৯) ধারার ১১১/২০২১ এর মোহাম্মদপুর থানার মামলা হয়। পরে ওই গ্রেফতারি পরোয়ানাপত্র গত ২২ ফেব্রুয়ারি ভূঞাপুর থানায় পৌঁছে। এরপর থানা পুলিশ নুরে আলম মণ্ডল নুহুকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে উঠে। পরে নুরে আলম মণ্ডল কোনো অপরাধী নয় এই চ্যালেঞ্জের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার ফটোকপি নিয়ে সংশ্লিষ্ট আদালত ও থানায় যোগাযোগ করেন। পরে তাকে জানানো হয় এটি ভুয়া ও ষড়যন্ত্রমূলক। অপরদিকে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউপি সদস্যর বিরুদ্ধে ওই ভুয়া গ্রেফতারি পরোয়ানা সঠিক নয় মর্মে নিশ্চিত করেছেন ঢাকা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. সাইফুল ইসলাম। নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য নুরে আলম মণ্ডল নুহু বলেন, গ্রেফতারি পরোয়ানার বিষয়ে কিছুই জানি না। পরে এটি যাচাই করার জন্য ঢাকার আদালতে এবং সংশ্লিষ্ট থানায় খোঁজ নিয়ে জানতে পারি এটা ভুয়া পরোয়ানা ছিল। ভুয়া জানার পর ভূঞাপুর থানায় এ নিয়ে জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে টাঙ্গাইল আদালতে এই বিষয়ে মামলা করা হয়েছে। ভুয়া গ্রেফতারি পরোয়ানা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, থানায় গত ২৪ ফেব্রুয়ারি যোগদান করেছেন। ওই গ্রেপ্তারি পরোয়ানা অফিসিয়ালভাবে গত ২২ ফেব্রুয়ারি থানায় এসেছে। পত্রটি আসার পরই তৎকালীন ওসি যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত করতে দিয়েছিলেন। গ্রেফতারি পরোয়ানাটি ভুয়া নাকি সঠিক এটি তদন্ত না করে বলা যাবে না। তদন্ত করে এর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে ওয়ারেন্ট তামিলের জন্য কোনো পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ