প্রভাবশালীর দখলে কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী হাটবাজারের জমি

কুড়িগ্রাম প্রতিনিধি-কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী বাজারের সরকারি জমির প্রায় বেশির ভাগই প্রভাবশালীদের দখলে। এসব জমি দখল করে নির্মাণ করা হয়েছে মার্কেটসহ বিভিন্ন স্থাপনা। স্থানীয় লোকজন জানান, হাটের জমি দখলমুক্ত করতে চাইলে নানা রকম বাধা আসে। এসব মূল্যবান জমি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে হাট কর্তৃপক্ষ কে বন্দোবস্ত দেয়া হলে তা থেকে প্রতিবছর বিপুল অঙ্কের টাকা রাজস্ব আয় হতো। স্থানীয়রা জানান প্রতিবছর সদরের পাটেশ্বরী হাট ইজারাদার দেয় সরকার। কিন্তু এ হাটের অর্ধেকই এক প্রভাবশালী দখল করে দোকান ঘর নির্মাণ করে‌ প্রতি ঘর বাবদ জামানত ২/৩ লাখ টাকা নিয়ে মাসিক ভাড়া ২ থেকে আড়াই হাজার টাকা নির্ধারণ করে দীর্ঘ কয়েক বছর থেকে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। পাটেশ্বরী বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময় যেসব জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করত সেসব জায়গা দখল করে নিয়েছে এক প্রভাবশালী। নতুন আইনে বলা হয়েছে হাট-বহয়জারের সরকারের খাসজমি কেউ অবৈধভাবে দখলে রাখলে বা উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হাট-বাজারের খাস জমির উপর কোন অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা নির্মাণের উদ্যোগ নিলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কিন্তু এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী হাট দখল করে বেশকিছু পাকা ঘর নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে জামানত নিয়ে এবং মাসিক ভাড়া নির্ধারণ করে কিভাবে অবৈধ ব্যবসা চালাচ্ছে ওই প্রভাবশালী এ প্রশ্ন এখন সচেতন মহলের। এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রাসেদুল হাসান বলেন, তহশিলদারকে পাঠিয়ে দখলদারদের কাগজ পত্র দেখে অবৈধভাবে যারা দখল নিয়ে আছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা দিয়ে উচ্ছেদ করে দেয়া হবে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম বলেন, মৌখিকভাবে বিষয়টি শুনেছি। ইউএনও কে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ