একশ বিঘা জমির ধান ক্ষতির সম্মুখীন গাবতলীতে ধান কাটার আগেই স্কীমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় চলতি ইরি বোরো মৌসুমের স্কীমের আওতাধীন একশ বিঘা জমির ধান বিনষ্টের পথে। উপজেলার সোনারায় ইউনিয়নের করিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের করিমপাড়া গ্রামের মৃত মেহের উদ্দিন মন্ডলের ছেলে ছলেমান মন্ডল উপজেলা সেচ কমিটি হতে লাইসেন্সপ্রাপ্ত হয়ে ২০১৮সাল হতে যাবৎ একশ বিঘা জমির সেচকার্য পরিচালনা করে আসছে। কিন্তু গাবতলী পল্লী বিদ্যুৎ অফিস গত ১২এপ্রিল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ দেয়। এরই প্রেক্ষিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার জন্য স্কীমের মালিক গত ১৮এপ্রিল উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র বরাবরে সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু কোনপ্রকার তদন্ত না করে ২০এপ্রিলে ওই স্কীমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ধান পরিপক্ক হওয়ার আগেই এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় অন্তত একশ বিঘা জমির ধান ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ৫২জন কৃষক। ধানের ক্ষতি না করার জন্য ২৪এপ্রিল রোববার উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পল্লী বিদ্যুৎ অফিস ও গাবতলী বিএডিসি’কে লিখিতভাবে আবেদন করেছেন স্কীমের মালিক ছলেমান মন্ডল। এ ব্যাপারে গাবতলী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফাতেমা খাতুনের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, সেচকার্য পরিচালনার ক্ষেত্রে অনিয়ম করায় ছলেমান মন্ডলের স্কীমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ