বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের ৫২তম জন্মদিন আজ

প্রেস বিজ্ঞপ্তি-বগুড়া লেখক চক্রের সভাপতি ও লিটল ম্যাগাজিন ‘দোআঁশ’ ও ‘নিওর’ সম্পাদক কবি ইসলাম রফিকের ৫২তম জন্মদিন আজ। তিনি ১৯৭০ সালের ২৫ এপ্রিল বগুড়া জেলার গাবতলি উপজেলার বড় সাগাটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম রমিছা খাতুন এবং পিতার নাম মোঃ আব্দুর বারী। কবি ইসলাম রফিকের প্রকাশিত গ্রন্থ ৫টি হলো-বিজন দ্বীপে বিশ্বাসী বালিহাঁস (কাব্যগ্রন্থ ২০০৭), কবিতার কাছে ফিরে আসা (গদ্যগ্রন্থ ২০১৪), পথে পথে শেখা প্রেমে প্রেমে লেখা (গদ্যগ্রন্থ ২০১৫), নিরালা রোড (কাব্যগ্রন্থ ২০১৭), বিশ্বাসী নারীর শরীরের মতো (কাব্যগ্রন্থ ২০২১)। কবি এবং সংগঠক হিসেবে ইতোমধ্যে তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। পুরস্কারসমূহ হলো- বগুড়া জেলা প্রশাসন পদক ২০০৮,
চিহ্ন সম্মাননা ২০১১, পাঠকপণ্য পাঠশালা সম্মাননা ২০১১, পুনশ্চ পুরস্কার ২০১২, সমুজ্জল সুবাতাস পুরস্কার ২০১৭ ইত্যাদি। কবি ইসলাম রফিকের জন্মদিন উপলক্ষে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা কবি বজলুল করিম বাহার, কবি মুহম্মদ শহীদুল্লাহ, কথা সাহিত্যিক সাজাহান সাকিদার, কবি আব্দুল্লাহ ইকবাল, কবি খৈয়াম কাদের, এ্যাড. পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির, সহ-সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল এবং সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী, সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম এবং বগুড়া জীবনানন্দ পরিষদের সভাপতি কথা সাহিত্যিক আব্দুর রাজজাক বকুল এবং সাধারণ সম্পাদক সাফওয়ান আমিন।

সর্বশেষ সংবাদ