গাজী মাজহারুল আনোয়ার এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র গভীর শোকপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি-আজ ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার দুপুরে সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)—সিপিবি(এম) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, গাজী মাজহারুল আনোয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবার স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, গাজী মাজহারুল আনোয়ার এর মৃত্যুতে বাংলাদেশ হারালো একজন গুনীজনকে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা একুশে পদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী বেঁচে থাকবেন আমাদের মাঝে তার সৃষ্টি দিয়ে।

নেতৃদ্বয় আরও বলেন, “পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়, ভেঙ্গে যায়, যাক তার করিনা ভয়……..তবু প্রেমের তো শেষ হবেনা।” “একতারা তুই দেশের কথা বলরে এবার বল……” “হয় যদি বদনাম হোক আরো, আমিতো এখন আর নই কারো……”

এ রকম ২০ হাজার গানের রচয়িতা কিংবদন্তি গীতিকার,সুরকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কাহিনীকার শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যু গভীর শোক প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে বাংলা সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হল। তিনি বহু গুণে গুণান্বিত একজন মহান শিল্পী ছিলেন।

সর্বশেষ সংবাদ