সান্তাহার রেলওয়ে পুলিশের সহয়তার সহোদর উদ্ধার

শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশের সহযোগিতায় ঢাকা থেকে হারিয়ে যাওয়া সহোদর ভাইকে জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।জানা গেছে, গত রবিবার ঢাকার মুকদা থানার মানিক নগর থেকে হারিয়ে যাওয়া সহোদরকে গত রবিবার জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে  উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে এসে তাদেরকে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেক্সের ইনচার্জের নিকট বুঝিয়ে দেওয়া হয়। শিশুদের কে জিজ্ঞাসাবাদে তাদের পরিবারের ঠিকানা সংগ্রহ করে নারী, শিশু হেল্প ডেক্সের ইনচার্জ শিশুদের পরিবারের সহিত যোগাযোগ করলে তাদের আপন বড়ো ভাই মোহাম্মদ ইবনে ইসায়েত সাফি আজ ০৭  নভেম্বর রোজ সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় আসলে তার নিকট সহোদরকে বুঝে দেওয়া হয়। উদ্ধারকৃত সহোদর হলো ঢাকা জেলার মুগদা থানার ৫৯/২/১/এ পূর্ব মানিক নগর ওয়াসা রোডের মাসুম-মরিয়ম দম্পতির দুই ছেলে মোঃ আব্দুল্লাহ মাহিন ও মোঃ আব্দুল্লাহ নোহা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন বলেন, জয়পুরহাট স্টেশন থেকে উদ্ধার করে সহোদরকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের মাধ্যম আজ সকালে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ