বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:বাংলাদেশে সাাঁওতাল হত্যা দিবস উপলক্ষে বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের সাতমাথায় উক্ত কর্মসূচি থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাগদা ফার্মে পুলিশের গুলিতে তিন সাঁওতালসহ সারাদেশে সকল সাাঁওতাল হত্যার বিচার দাবী জানানো হয়।বর্তমান আদিবাসী জাতি গোষ্টির উপর অন্যায় অত্যাচার নির্যাতন শোষন বঞ্চনা ও নিরিহ আদিবাসীদের জমি বেদখল সম্পর্কে বক্তারা বলেন, আত্নপরিচয়ের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম অব্যহত থাকবে।জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি যোগেশ সিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলার আহবায়ক সন্তোস সিং বাবু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদস্য সচিব স্বপন চন্দ্র কর্নিদাস, নন্দীগ্রামের সভাপতি গৌতম মাহাতো, শেরপুরের আহবায়ক স্বপন কুমার সিং, সুনিল রবিদাস বাবু, সুজন কুমার রাজভোর, হিরালাল সিং, কৃষ্ণ বর্মন, সাগর কুমার সিং, কানাই রাম চৌহান, উত্তম কুমার সিং প্রমূখ।

সর্বশেষ সংবাদ