সীমান্তে হত্যা বন্ধে কাজ করা হচ্ছে-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, লালমনিরহাট-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সীমান্ত হত্যা শুন্যে নামিয়ে আনতে কাজ করছে দু দেশ। এ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রী একমত হয়ে যৌথ ঘোষনা দিয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর)  লালমনিরহাটের চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীমান্তে সচেতনতা বাড়ানোর উপর তিনি জোড় দিয়ে তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর সীমান্ত হত্যাকান্ড অনেক কমেছে। আমরা ভারতের সাথে যোগাযোগ করছি সবসময় যাতে চোরাচালান রুখে দেওয়া যায়। এতে হত্যাকাণ্ড কমে যাবে।
এর আগে তিনি বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্টানের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে তিনি অত্র স্কুলের ছাত্রজীবনের  স্মৃতিচারন মূলক  বক্তব্য দেন।  এসময় প্লাটিনাম জুবলি উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামস, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: মতিয়ার রহমান ও পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ