যমুনায় বগুড়ায় লেখক চক্রের পাক্ষিক সাহিত্য আসর

‘তোমরা ভুলেই গেছো, মল্লিকাদির নাম, সে এখন ঘুমটা পড়া কাজল বধু, দূরের কোন গাঁয়’-ফারহানা আক্তার শাপলার কণ্ঠে যখন এই গান চলছে, তখন সন্ধ্যা ছুঁই ছুঁই, দূরে মিশে গেছে গ্রাম, মেঘ আর শরতের আকাশ যেন যমুনাতে এসে নেমেছে। দূরে নীল আকাশের নীচে জেলেদের ইলিশ ধরা আর নৌকা মাঝিদের হাঁক-ডাকে যাত্রীদের চরের বাড়ীতে ফেরার যখন তাড়া, তখন যমুনা নদীর মাঝখানে চলছে কবিতা পাঠ, গান আর আড্ডা। বগুড়া লেখক চক্রের আয়োজনে গত শুক্রবার দিনব্যাপি যমুনা নদীতে এই আয়োজন করা হয়। সম্প্রতি শেষ হওয়া দুই দিনব্যাপি কবি সম্মেলনের ধকলকে ঝেড়ে ফেলে দিতে ছিলো এই আয়োজন। যমুনা নদীর নৌকায় এই আয়োজনে সভাপতিত্ত্ব করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। অন্যান্য অংশগ্রহনকারীরা হলেন কবি শিবলী মোকতাদির, রনজু ইসলাম, আফসানা জাকিয়া, এস এম আনিছুর রহমান, হিরুণ্য হারুন, সাব্বির রহমান। সাথে অন্যান্যদের মধ্যে আরও ছিলেন সাজেদুর রহমান ঝিলাম, শফিকুল হক পলাশ, ফারহানা আক্তার শাপলা, মনিরুজ্জামান মনির।

সর্বশেষ সংবাদ