বগুড়ার শেরপুরে তালবীজ রোপন কর্মসুচির উদ্বোধন

শেরপুর(বগুড়া)প্রতিনিধি:বগুড়ার শেরপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্দ্যেগে শেরপুর উপজেলা প্রসাশনের বাস্তবায়নে ভবানীপুর ও বিশালপুর ইউনিয়নসহ একযোগে ১০টি ইউনিয়নে  মঙ্গলবার দুপুরে স্থানিয় সংসদ সদস্য মোঃ হাবিবর রহমান ২৪ হাজার তালগাছের বীজ রোপন কর্মসুচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ দবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শামসুন্নাহার শিউলী, আওয়ামীলীগ নেতা শাহ জামাল সিরাজী, শামিম ইফতেখার, মোসলেম উদ্দিন, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল মান্নান, বিশালপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আকতার,সচিব আব্দুল মোমিন, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। অপরদিকে খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাবের সহযোগিতায় পারভবানীপুর- ঘৌড়দৌড়-ঝাজর রাস্তায় গতকাল মঙ্গলবার দুপুরে তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সদস্য মাজেদুর রহমান, আব্দুর রউফ,মাসুদ রানা।
বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পভূক্ত রাস্তার দু’পাশে তালবীজ রোপন করে বজ্রপাত হতে রক্ষার লক্ষে কাজ করছেন।

 

সর্বশেষ সংবাদ