ধুনটে পৌর সড়ক সংস্কার হলেও দুপাল্লার সড়কে বাড়ছে দুর্ঘটনা

কারিমুল হাসান লিখন, ধুনটঃবগুড়ার ধুনট উপজেলার সড়কের বেহাল দশার কারনে জনজীবনে সৃষ্টি হয়েছে চমর ভোগান্তি। দির্ঘদিন ধরে ভোগান্তির পর ধুনট পৌর এলাকায় সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় জনমনে সস্থির নিঃশ্বাষ ফেলতে শুরু করেছে পৌর এলাকার গাড়ী চালকগন ও যাত্রীরা। পৌর এলাকায় জনজীবনে যে ভোগান্তির সৃষ্টি হয়েছিলো তা কিছুটা হলেও ক্ষনিকের জন্য লাঘব হয়েছে বলে মনে করেন অনেকেই। তবে ধুনট- শেরপুর ও ধুনট-সোনাহাটা দুরপাল্লার সড়ক খনা খন্দকের কারনে জনভোগান্তি রয়েই গেলো। দিন যত সামনের দিকে যাচ্ছে সড়কের বেহাল অবস্থার কারনে অদক্ষ চালক কর্তৃক সড়ক দুর্ঘটনার আশংকাও তত বৃদ্ধি পাচ্ছে। জড়াজির্ণ সড়কে অদক্ষ চালক গন নিয়ন্ত্রন হারিয়ে বিপরিত গাড়ীর সাথে ধাক্কা লাগা সহ কখনো কোন জলাশয়ে আবার কখনো কোন জমির মধ্যে চলে যাচ্ছে দুর্ঘটনায় পড়ে। ধুনট উপজেলার অটো ইজিবাইক চালক ও ব্যাটারী চালিত অটোভ্যানের অধিকাংশ চালক কৃষি কাজের সাথে জড়িত ছিলো। দক্ষ হবার জন্য তাদের যেমন নেই কোন প্রশিক্ষন তেমনি নেই কোন গাড়ী চালানোর নিয়মানুবর্তিতা। তার উপর সড়কের অবস্থা যদি ঝুঁকিপুর্ন হয় তাহলে জনজীবনে নিরাপদ যাত্রায় বিঘœতা হওয়া অস্বাভাবিক কিছু নয়। সড়কের এমন বেহাল অবস্থায় কেউ দুর্ঘটনায় পড়–ক এটা কারও কাম্য নয়। ধুনট পৌর এলাকার সড়ক সংস্কারের সাথে সাথে সরকার যদি শেরপুর-ধুনট ও ধুনট-সোনাহাটা দুরপাল্লার সড়কের সংস্কার কাজ শুরু করতো তাহলে ব্যাস্ত জীবনে সাধারন মানুষের স্বস্থি ফিরে আসতো বলে মনে করেন বিভিন্নএলাকার বিশিষ্ট জনেরা।

সর্বশেষ সংবাদ