বগুড়া আজিজুল হক কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর সফিকুর রহমানের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর একেএম সফিকুর রহমান কর্মজীবন থেকে অবসরোত্তর ছুটি ( পিআরএল) জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার দুপুরে শহরতলীর মমইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান একেএম সালেক উদ্দিনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রেখেছেন, সাবেক উপাধ্যক্ষ এবং পুন্ড্র ইউনির্ভাসিটি সাইন্স এন্ড টেকনোলজির পরীক্ষা নিয়্ন্ত্রক আলহাজ্ব প্রফেসর মো: আনছার আলী তালুকদার ,একই বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ও সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নাসিমা আখতার, সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আনোয়ারুল ইসলাম , সাবেক প্রফেসর আব্দুর রহমান, প্রফেসর একেএম সফিকুর রহমানের সহধর্মীনি রোকেয়া বেগম দিনা, সহযোগি অধ্যাপক কামরুল সেলিম, সহকারী অধ্যাপক সেলিনা আকতার, সহকারি অধ্যাপক সাইকা আনজুম। স্বাগত বক্তব্য রাখেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্র রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে সকল অতিথিদেরকে বরণ করা হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠানটি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্র টিএমএসএস এর যুগ্ম পরিচালক আলমগীর হোসেন, জ্যেষ্ঠ সহকারি পরিচালক রফিকুল ইসলাম, বেক্সিমকো এর জোষ্ঠ নির্বাহী আনম ওয়াহিদ রিমন, তারাজুল ইসলাম, তাজিন রোকসানা চৌধুরী, সামছুন নাহার, নাজনীন নাহার, নাহিদ হোসেন, রাফিয়া আকতার মিতু, শামীমা আকতার মুন্নী, আরিফ আহমেদ আকাশের একান্ত ভুমিকা পালন করেছেন।
এ অনুষ্ঠানটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৯৯৪-৯৫ শিক্ষাবর্র্ষসহ অন্যান্য শিক্ষাবর্ষরে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহন করেছিলেন।

সর্বশেষ সংবাদ