একজন ‘মানবতার ফেরিওয়ালা’ মমতাজ আলী শান্ত

মমতাজ আলী শান্ত ইতিমধ্যেই জনগণের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন নিজ কর্মগুণে। লোকজন বিপদে-আপদে তাঁর কাছে ছুটে যাচ্ছেন সাহায্য-সহযোগিতার জন্য এবং তাঁর কাছ থেকে আশানুরূপ উপকারও পাচ্ছেন।
তিনি নি:স্বার্থ ভাবে গরীব অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করছেন প্রতিনিয়ত। নিজ অর্থায়নে মসজিদ- মন্দির, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তাঘাট, সাঁকো সংস্কার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
অন্যদিকে, করোনা কালেও তিনি মানবতার পরিচয় দিয়েছেন। সে সময় তিনি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।  এমন ক্রান্তিকালীন সময়ে জীবন বাজী রেখে কাজ করার পরিপ্রেক্ষিতেই মূলতঃ তিনি জন সমাদৃত হয়ে উঠেন, পরিচিতি পান মানবতার ফেরিওয়ালা হিসেবে। এই মানতবতার ফেরিওয়ালা  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল গ্রামের  সমাজসেবক, তরুণ উদ্যোক্তা।
এই জনসেবক  মমতাজ আলী শান্ত এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, মানুষের সেবা করে আত্মতৃপ্তি পাই। কারো কোনো উপকার করতে পারলে নিজের কাছেও ভালো লাগে।এভাবেই সারাজীবন জনগণের সেবা করে যেতে চাই।

সর্বশেষ সংবাদ