সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বগুড়া প্রতিনিধিঃ ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সত্য প্রকাশে আপোষহীন সাংবাদিকরা কোনভাবেই নিরাপদ নয়। সরকারের লোকদের দুর্নীতি, অপরাধ তুলে ধরলেই জীবন ঝুঁকিতে পড়ে যায়। কেউ হত্যার শিকার হয় আবার কেউ শারীরীক নির্যাতনের শিকার হয়। তার উপর বাক স্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইনের ফাঁদে ফেলে অনেকের জীবন সংসার তছনছ করেছে এই সরকার’। শনিবার দুপুরে শহরের জিরোপয়েণ্ট সাতমাথায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত জামালপুরের বকশীগঞ্জের মানবজমিন প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাসহ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে বক্তরা এসব কথা বলেন। তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবী জানান এবং সাংবাদিক হত্যা এবং নির্যাতনের সাথে জড়িতে দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজার সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সাধারণ সম্পাদক গনেশ দাস, দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মমিন রশিদ সাইন, দীপ্ত টেলিভিশনের বগুড়া প্রতিনিধি এস এম আবু সাঈদ, দৈনিক সংগ্রামের বগুড়া প্রতিনিধি মোস্তফা মোঘল, ইউনিয়নের সহসভাপতি আব্দুর রহিম, সিনিয়র সাংবাদিক ইনছান আলী শেখ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল, দপ্তর সম্পাদক ফেরদৌস রহমান, মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, সাপ্তাহিক বরেন্দ্র বার্তার সম্পাদক ইকবাল হোসেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান, সুব্রত ঘোষ প্রমুখ।

সর্বশেষ সংবাদ