বরেন্দ্র অঞ্চলে সেচের দূনীতি-হয়রানি বন্ধ কর-পল্লী বিদুৎ এর দূনীতি হয়রানি থামাও

বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভা একসভা অদ্যই বেলা ১১.৩০মিমিটে কৃষকনেতা বীরমুক্তিযোদ্ধা সন্তোস কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষকনেতা আবিদ  হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমন ধান রোপন করতে কৃষক আজ দিশেহারা ভূগর্ভস্ত পানির স্তর প্রতিদিন নিচে নেমে যাচ্ছে। এরই মধ্যে বরেন্দ্র কতৃপক্ষের ব্যাপক দূনীতি হয়রানি-সেচ্ছাচারিতার ফলে কৃষক তার ন্যায্য হওসাব থেকে বঞ্চিত।
যা কৃষি  পণ্য উৎপাদন ব্যহত হচ্ছে। পাশাপাশি পল্লী বিদুৎ এর অসাধু কর্মকর্তাদের দূনীতি হয়রানি,  কৃষি  ও কৃষক  সমাজকে সর্বসান্ত করেছে। নেতৃত্ব  অবিলম্বে  কৃষি ও কৃষক বাঁচাতে বরেন্দ্রের দূনীতি। পল্লী বিদুৎ এর হয়রানি বন্ধের জোড় দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি  কৃষকনেতা হুমায়ন কবির, এ্যাড লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক  নাদিম মাহমুদ,  সদস্য শাহনিওয়াজ কবির খান পাপ্পু,  শফিকুর রহমান, কৃষ্ণ মাহাতো, ওসমান গণি, সাইফুল ইসলাম,  সোহানুর রহমান সহ কৃষক সমিতি জেলা কমিটির নেতৃত্ব।

সর্বশেষ সংবাদ