ভারতের মহারাষ্ট্রে একটি চলন্ত ট্রেনের ভেতরে গুলির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ জুলাই) পালঘর রেলস্টেশনের কাছে জয়পুর-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। এনডিটিভি বলছে, এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে গুলি করেন এক কনস্টেবল। এ ঘটনায় সেই কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়েছেন। ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) জানায়, গুলির ঘটনায় জড়িত চেতন সিং তাদের বাহিনীর একজন কনস্টেবল। স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তিনি এএসআই টিকারাম মীনাকে গুলি করেন। ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই এএসআই ও তিন যাত্রী নিহত হয়েছেন। গুলি করার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন চেতন সিং। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পূর্ব শত্রুতার জেরে এ গুলি করা হয়েছে কি-না তা জানা যায়নি। তবে পুলিশের এক কর্মকর্তা বলছেন, চেতন সিংয়ের মাথায় সমস্যা আছে। গণমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলার সময় আরপিএফের ইন্সপেক্টর জেনারেল প্রবীণ সিনহা বলেন, ‘তার মাথায় গণ্ডগোল রয়েছে। অল্পতেই মাথা গরম হয়ে যায়। এর বাইরে আমরা কিছুই জানি না। মনে হচ্ছে, সে হুট করে রেগে গিয়ে গুলি করেছে।’ তবে এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সময় আরও কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চলন্ত ট্রেনে গুলি ছুঁড়লেন কনস্টেবল,এ এস আই সহ নিহত ৪
4 months ago
29 Views

You may also like
সর্বশেষ সংবাদ
আসাদের নেতৃত্বে পবা-মোহনপুরে বইছে ঐক্যের হাওয়া
2 months ago
শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
2 months ago
সাপাহারে উচ্চ মূল্যের ফল ফসলের চারা বিতরণ
2 months ago
গাবতলীতে বিএনপি ও ছাত্রদলের ২নেতা গ্রেফতার
2 months ago