তানোরে পোনা মাছ অবমুক্ত করলেন — এমপি ফারুক চৌধুরী

তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে মাসিক সমন্বয় সভা শেষে পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করলেন এমপি ফারুক চৌধুরী । শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাসিক সভা শেষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্তর পর সাংসদ কলমা চৌরখরে নিজস্ব মাল্টা বাগান পরিদর্শনে যান ।

মাসিক সভায় সাংসদ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের উদ্দশ্যে বলেন আগামীতে সকল ধরনের উন্নয়ন মুলুক কাজ সচ্ছ ও জবাব দিহিতা ভাবে করতে হবে এবং সকলকে সরকারের উন্নয়ন মুলুক কাজ নিজনিজ দপ্তরের মাধ্যমে প্রচার করার আহ্বান জানান ।

মাসিক সভায় ইউএনওর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমরান আলী মোল্লা, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী , উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শামিম আহম্মেদ খান, উপজেলা আ”লীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ সভাপতি কলমা ইউপির চেয়ারম্যান লুতফর হায়দার রশিদ ময়না, মৎস্য কর্মকর্তা শরিকুল ইসলাম , কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় ৭ইউপির চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ সংবাদ