তানোরে কুমারি মা সন্তান নিয়ে দিশেহারা

তানোর (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর তানোরে বাকপ্রতিবন্ধি এক কিশোরী সন্তান জন্ম দিয়ে দিশেহারা হয়ে পড়েছে। সন্তান জন্মের প্রায় দু’মাস অতিবাহিত হলেও এখানো সন্তানের পিতৃ পরিচয় পায়নি। এদিকে বিয়ের আগে সন্তান জন্ম দেয়ায় তাকে নস্টা আখ্যা দিয়ে সমাজপতিরা একঘরে করে রেখেছে। তানোরের তালন্দ ইউপির নারায়নপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা এ ঘটনার জন্য এলাকার কিছু চিহ্নিত মাদকসেবী বখাটেদের দিকে অভিযোগের তীর ছুড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরের তালন্দ ইউপির নারায়নপুর এলাকার জনৈক ব্যক্তির বাকপ্রতিবন্ধী কন্যা প্রায় ৪৭ দিন পূর্বে সন্তান প্রসব করে বিয়ের আগেই মা হয়েছে। এদিকে স্থানীয়দের অভিমত, এলাকার কিছু চিহ্নিত মাদকসেবী বখাটেরা এমন ন্যাক্কার জনক কাজ করতে পারে। এছাড়াও প্রায় দু’মাস অতিবাহিত হতে চলেছে কিšত্ত এখানো সন্তানের পিতৃ পরিচয় মেলেনি। আবার মেয়েটি বাকপ্রতিবন্ধী বলে তাঁর কাছে থেকেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, এ ঘটনা সম্পর্কে তার একেবারেই অজানা, এমনকি কোন ব্যক্তি অভিযোগও করেন নি। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ