ঘোড়াঘাটে শিকারে গিয়ে পানিতে ডুবে কিশোর নিখোঁজ

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রিতিনিধিঃ-দিনাজপুরের ঘোড়াঘাটে বন্যার পানিতে সাঁতরে পার হতে গিয়ে স্বাধীন বাস্কে (১৬) নামে এক আদিবাসী কিশোর নিখোঁজ হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার অপেক্ষায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ স্বাধীন বাস্কে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের বিন্যাগাড়ী গ্রামের সোমায় বাস্কের ছেলে। সে বিন্যাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে গ্রামটির উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর আশপাশের আবাদি জমি এবং নিচু জায়গা পানিতে ডুবে গেছে। সেই পানিতে সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে স্বাধীন বাস্কে। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে গ্রামবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়।
নিখোঁজ স্বাধীনের বড় ভাই মন্টু বাস্কে জানান, ‘সকালে তাদের গ্রামের ১0-১৫ জন একসাথে ইঁদুর ও শিয়াল শিকার করতে গিয়েছিল। এদের মধ্যে স্বাধীনসহ আরো দুজন পানিতে সাঁতরে পাশের গ্রামে যাচ্ছিল। এসময় দুজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও, ডুবে যায় স্বাধীন। তাদের বাকি সাথীরা তখন রাস্তার উপরে ছিলেন।’
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘রংপুরে আমাদের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। তারা নীলফামারীতে আরেকটি উদ্ধার অভিযানে কাজ করছিল। সেখান থেকে তারা বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাটে এসে নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে। আমাদের স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এক দফায় উদ্ধার অভিযান চালিয়েছে। তবে সন্ধান মেলেনি। উদ্ধার ্অভিযান চলছে। আমাদের পুলিশ সদস্যরাও সেখানে আছে। নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ