আইএইচআরসি কর্তৃক এম. এ. হাশেম রাজুকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি-বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটি এর সভাপতি ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট চট্টগ্রামের কৃতি সন্তান এম. এ. হাশেম ডেনমার্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সেক্রেটারি জেনারেল ড. মোহাম্মদ আইনুল হোসেন কতৃর্ক অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র প্রদান করা হয়। জাতিসংঘ ও জেনেভা কনভেনশনের স্বীকৃত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন (আইএইচআরসি) এর প্রধান কার্যালয় স্যান্ডারবাগ, ডেনমার্ক আইএইচআরসি—এর মহাসচিব স্বাক্ষরিত এক পত্রে মানবতার কল্যাণে অসামান্য কার্যকলাপের জন্য জনাব এম. এ. হাশেম রাজুকে আন্তরিক প্রশংসা জানানো হয়।

উক্ত প্রশংসা পত্রে উল্লেখ করা হয়, মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় অটুট নিষ্ঠাবান এম. এ. হাশেম রাজু আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্বের মাধ্যমে, ন্যায়বিচার, সমতা এবং সহানুভূতির নীতিগুলোকে সমুন্নত রাখার জন্য গভীর অঙ্গীকার প্রদর্শন করেছেন। মানবাধিকারের অগ্রগতি, প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে সাহসিকতার সহিত কথা বলতে এবং সহানুভূতির সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে অক্লান্ত প্রচেষ্টা সহ তার উদ্যোগগুলো অনেকের জীবনে একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।

এম. এ. হাশেম রাজুকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের অ্যাম্বাসেডর ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, বাপসা’র মহাসচিব প্রফেসর ড. এম এ গফুর, বাপসা’র সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, বাপসা’র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আতিকুর রহমান, বাপসা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. দীমান বড়ুয়া, প্রধান সমন্বয়ক উত্তম কুমার আচার্য্য, আইএইচআরসি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোনিয়া আফরোজ সরোয়ার খান, চট্টগ্রাম বিভাগের কো—অর্ডিনেটর মো. আমির হোসেন খান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: মঈনুদ্দীন আহমেদ, আইএইচআরসি’র চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক তাহেরা আক্তার শারমিন, সদস্য সচিব এস এম কামরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম, সদস্য সচিব আওরঙ্গজেব খান স¤্রাট, বিএলএফ চট্টগ্রাম কমিটির সেক্রেটারি আবু মোহাম্মদ, রেজাউল করিম, আবু তাহের, কেন্দ্রীয় সদস্য আবছার তৌহিদ, ইসমাইল ইমন, এড. হোসেন রুবেল, চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব এস এম কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তৌহিদুল করিম তৌহিদ, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৈয়ব, জানে আলম, তাহমিনা মিলা, মোহাম্মদ নুরুন্নবী, মোঃ জাহেদুল আপন, ফরিদা ইয়াসমিন, জোহরা বেগম, সাংবাদিক রবিউল হোসেন, বাপসা’র সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঁইয়া, বাপসার চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মোহাম্মদ নুরুল হাকিম লোকমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক সৈয়দ মোহম্মদ ওসমান গণি প্রমুখ।

সর্বশেষ সংবাদ