গোদাগাড়ীতে টি-টুয়েন্টি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে স্কুল এন্ড কলেজ মাঠে গোদাগাড়ী ক্রিকেট একাডেমী বনাম রাজশাহী বৈকালী সংঘ এর মধ্যে এক দিনের টি-টুয়েন্টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টার সময় এক আনন্দঘন পরিবেশে এই খেলা শুরু হয়। উক্ত খেলায় মাঠের ভিতরে খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিত হন গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সারোয়ার সবুজ, গোদাগাড়ী মডেল হাসপাতালের নির্বাহী পরিচালক শামসুজ্জোহা বাবু ও গোদাগাড়ী ক্রিকেট একাডেমীর পরিচালক তারেক হাসান সেলিম। খেলোয়াড়দের মাঝে একে অপরের সহিত সৌহার্দ্দপূর্ণ আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উক্ত খেলায় গোদাগাড়ী ক্রিকেট একাডেমী টচে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলীয় ১১৩ রান সংগ্রহ করে। বিপরীতে রাজশাহী বৈকালী সংঘ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০০ রান করে। ১৩ রানে গোদাগাড়ী ক্রিকেট একাডেমী টি-টুয়েন্টি খেলায় ক্যাপ্টেন তারেক এর সফল নের্তৃত্বে জয়লাভ করে। খেলায় আম্পিয়ারের দায়িত্ব পালন করেন, গোদাগাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রজব আলী রাসেল ও মনিরুল ইসলাম। খেলাটি সার্বিক তত্ববধায়ন ও সভাপতির আসন অলঙ্কিত করেন বিশিষ্ট সমাজ সেবক রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম। আগামীকাল থেকে তাদের মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর রাজশাহীর খালেদ মাহমুদ সুজনের দল বাংলা ট্রাক একাডেমীর সাথে গোদাগাড়ী ক্রিকেট একাডেমীর এক দিনের প্রিতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সে খেলাতে গোদাগাড়ী ক্রিকেট একাডেমী জিতেও পয়েন্টের খেলায় পরাজয় মেনে নিতে হয়েছিল। গোদাগাড়ী ক্রিকেট একাডেমীর পরিচালক তারেক হাসান সেলিম ও ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন, আগামীতে আরও সুন্দর ম্যাচ অনুষ্ঠিত হবে এবং অল্প কিছুদিনের মধ্যে এই মাঠে একটি বড় ধরনের টি-টুয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে করে গোদাগাড়ীতে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। মাদক থেকে যুব সমাজ যাতে বেরিয়ে আসতে পারে এই প্রচেষ্টায় আমরা কাজ করে আসছি।

 

সর্বশেষ সংবাদ