কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো ক্যাম্পেইনের উদ্বোধন

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধিঃজাতীয় কৃমি নাশক সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উলিপুর উপজেলার এন এস আমিন বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমসহ অন্যান্য শিক্ষকরা।
জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের আওতায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১১ বছর বয়সী স্কুলগামী সকল ছাত্র-ছাত্রীকে ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এবং ১২ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদেরকে ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

সর্বশেষ সংবাদ