গোদাগাড়ীতে চাঁপাই রাজশাহী মহাসড়কের দু পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার শহীদ ফিরোজ চত্বর এলাকায় রাজশাহী-চাঁপাই মহাসড়কের দু পার্শ্বে অবৈধ স্থপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। কিছুদিন আগে অবৈধ উচ্ছেদের নোটিশ দিলেও উচ্ছদ করা হয়নি। সোমবার সকাল ১০ টার সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব মাহবুবুর রহমান ফারুকী এই উচ্ছেদ পরিচালনা করছেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ রাজশাহী  বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান, উপ- বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলী, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেনসহ   গোদাগাড়ী মডের থানা পুলিশ
এদিকে অবৈধ উচ্ছেদের ঘটনা নিয়ে স্থানীয় বিএনপিতে উত্তেজনা দেখা দিয়েছে। কারণ উচ্ছেদ এলাকাতে স্থানীয় বিএনপির কার্যালয় রয়েছে। বিএনপি নেতারা জানান, উচ্ছেদের উপর উচ্চ আদালত থেকে তিন মাসের জন্য স্থগিতাদেশ দেয়া হয়েছে। এর পরও অভিযানকালে যাতে তাদের কার্যালয় উচ্ছেদ করা না হয় সেজন্য সকাল থেকে বেশ কিছু নেতা কর্মী কার্যালয়ে অবস্থান নেন। অভিযান কালে আমনুরা রোডে বিদুৎ অফিসের আশপাশ এবং শহীদ ফিরোজ চত্বরের আসপাশ উচ্ছেদ করা হয়।

সর্বশেষ সংবাদ