তানোরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তোলায় আটক ৩

তানোর প্রতিনিধিঃরাজশাহীর তানোরে পরীক্ষা কেন্দ্রের জানালা দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলা ও হট্টগোল সৃষ্টি করার অপরাধে বহিরাগত ৩ ছাত্রকে আটক করে থানা পুলিশ। সোমবার পরীক্ষা শুরুর পরেই তানোর পৌর এলাকার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদেরকে আটক করেন এসআই সাইফুল ইসলাম ও এএসআই শরিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। আটককৃতরা হলো উপজেলার কামারগাঁ স্কুলের দশম শ্রেণীর ছাত্র কামারগাঁ ইউপি এলাকার কৃষ্ণপুর গ্রামের রেজাউল ইসলামের পুত্র তুষার আহম্মেদ(১৯) রাজশাহী কলেজের মাষ্টার্সের ছাত্র প্রাইভেট শিক্ষক একই ইউপির দমদমা শ্রীখন্ডা গ্রামের রূপ কুমারের পুত্র রনি কুমার(২৫) এবং রাজশাহী সিটি কলেজের এইচএসসির ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র শ্রীখন্ডা গ্রামের এরশাদের পুত্র আব্দুল্লাহ(২৮)। তাদেরকে আটকের পর ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল-মামুন। জানা গেছে পৌর এলাকার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোমবারে জেএসসির ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এমন সময় কেন্দ্রের জানালা দিয়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলেন তুষার, রনি, আব্দুল্লাহ। সেখানেই ডিউটিরত অবস্থায় ছিলেন এসআই সাইফুল ও এএসআই শরিকুল। তাঁরা ছবি তোলার দৃশ্য দেখে হাতে-নাতে আটক করেন ৩ জনকে। আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এএসআই শরিকুল জানান তাঁরা ৩ জন ছবি তোলাসহ কেন্দ্রে হট্টগোল করছিল। এজন্যে তাদের আটক করা হয়। কেন্দ্র সচিব তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন জানান বাহির থেকে নকল দেয়া ও প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে তাদের আটক করে পুলিশ। মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন পরীক্ষা কেন্দ্রে কোন অনিয়ম বহিরাগতরা আড্ডাবাজি করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওসি রেজাউল ইসলাম বলেন আটককৃতদের সন্ধ্যার আগেই কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ