ঋণ সহায়তা দিতে সদ্য মুক্ত এলাকায় তথ্য যাচাই শুরু

জিটিবি নিউজ ডেস্ক : সদ্য বিলুপ্ত ১১১টি ছিটমহলের মুক্ত মানুষদের ঋণ সহায়তা দিতে তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে ঋণ বিতরণের তথ্য যাচাইয়ের ফরম বিতরণ করেন- বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক খুরশীদ আলম।
পরে, দাসিয়ার ছড়ায় ঋণ বিতরণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য মুক্ত স্থানীয়রা অংশ নেন। এ সময় বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার উপ মহাব্যবস্থাপক মোফাজ্জল হোসাইন, রফিকুল ইসলাম ও শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক খুরশীদ আলম জানান, ছিটমহল থেকে মুক্ত হওয়া মানুষদের জাতীয় পরিচয়পত্র ও জমির প্রয়োজনীয় কাগজপত্র নেই।

তাই বিশেষ প্রোগ্রামের আওতায় তফসিলভুক্ত বিভিন্ন ব্যাংক থেকে দ্রুত ঋণ দেওয়ার সুপারিশ করা হবে। সদ্য মুক্ত হওয়া এসব এলাকায় ঋণ বিতরণে প্রাথমিক পর্যায়ে ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকে আলাদা ঋণ কার্যক্রম প্রস্তাব পাঠানো হবে। পেশা অনুযায়ী ঋণের ব্যবস্থা করা হবে।
ঋণ সহায়তা পেতে সদ্য মুক্ত অধিবাসীদের বিভিন্ন তফসিলি ব্যাংকে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য যাচাইয়ের পর এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী বৈঠকে মুক্ত অধিবাসীদের জীবন-মান উন্নয়নে ঋণ সহায়তা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মহাব্যবস্থাপক।

সর্বশেষ সংবাদ