রংপুরের পাগলাপীরে সংখ্যালঘুর ঘর-বাড়ি পোড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধিঃরংপুরের পাগলাপীরে সংখ্যালঘু পরিবারের ঘর-বাড়ি পোড়ানো এবং হামলা ও নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরের শহীদ মিনার এলাকায় ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ছাড়াও বাংলাদেশ পুজা উদযাপন কমিটি, পুর্ণিমা সংঘসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এসএম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, পুজা উদযাপন পরিষদের সভাপতি গবা পান্ডে, সাধারণ সম্পাদক রবি বোস, স্থানীয় উন্নয়ন সংস্থার সলিডারিটির পরিচালক হারুন-উর-রশিদ লাল, সাংস্কৃতিককর্মী জ্যোতি আহমেদ, দুলাল বোস প্রমুখ।বক্তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সর্বশেষ সংবাদ