ফেনীতে ১১ বীর প্রতীক ও তাদের পরিবারকে সম্মাননা

মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ফেনী ও নোয়াখালী জেলার ১১ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন- ৪ (বিজিবি)। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ফেনীর দাগনভূঁঞা উপজেলার জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের প্রতিষ্ঠা দিবস উদযাপন ‍উপলক্ষে এ আয়োজন করা হয়।

সম্মাননাপ্রাপ্ত ১১ জনের মধ্যে নোয়াখালী জেলার সুধারাম থানার বাটাইয়া গ্রামের অধিবাসী বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হাবিলদার (অব.) আবুল হাসেম নিজে উপস্থিতি থেকে সম্মাননা গ্রহণ করেন। অন্যদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মাননাপ্রাপ্ত অন্য বীর প্রতীকরা হলেন- মুক্তিযুদ্ধে শহীদ সিপাহী রবিউল হক (উত্তর আনন্দপুর, ফুলগাজী, ফেনী); হাবিলদার আবদুল গফুর (ছয়ানি টবগা, চাটখিল, নোয়াখালী) ও নায়েক মো. লোকমান (ওয়াসেকপুর,সোনাইমুড়ি, নোয়াখালী)।

অপর সাত জন যুদ্ধের পর চাকরি থেকে অবসর নিয়ে পরে মারা গেছেন। তারা হলেন- ডিএডি মুজাফ্ফর আহম্মদ (সোনাপুর, ফেনী সদর), সুবেদার মেজর আবদুর রউফ মজুমদার (জঙ্গলঘোনা, পরশুরাম, ফেনী), সুবেদার মফিজুর রহমান (নোয়াদ্ধা, দাগনভূঁঞা, ফেনী), নায়েক তোফায়েল আহম্মদ (পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী), সুবেদার আবদুল গনি (নাটেশ্বর, সোনাইমুড়ি, নোয়াখালী), হাবিলদার ওয়াজি উল্লাহ (বজরা, সোনাইমুড়ি, নোয়াখালী) ও হাবিলদার মোহাম্মদ ইব্রাহিম (পাপুয়া নিজবাড়ী, সোনাইমুড়ি, নোয়াখালী)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান, জেলা সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির, দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌর সভার মেয়র সাজেল চৌধুরী প্রমুখ।

সর্বশেষ সংবাদ