শেরপুরে রূপায়ন জুয়েলারী নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি- বগুড়ার শেরপুরে রূপায়ন জুয়েলারী নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংবদ্ধ চোরদল স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৪লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ভোররাতে পৌরশহরের উত্তরসাহাপাড়াস্থ ওই স্বর্ণের দোকানে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
ভুক্তভোগী রূপায়ন জুয়েলারী দোকানের সত্ত্বাধিকারী সঞ্জয় কর্মকার ভোলা জানান, অন্যান্য দিনের ন্যায় বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে তিনি বাড়ি যান। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালের দিকে এক নৈশ্যপ্রহরী দোকানের সার্টারে লাগানো তালাগুলো ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎণিক ঘটনাটি তাঁর মাধ্যমে জানার পর ব্যবসা প্রতিষ্ঠানটি খোলা হয়। পরে দোকানের ভেতরে ভিন্ন চিত্র দেখা যায়। তিনি জানান, সংঘবদ্ধ চোরদল দোকানের সিন্ধুক ভেঙে ৫ভরি স্বর্ণালংকার, ৫০ভরি রুপা, নগদ ৩০হাজার টাকাসহ উক্ত পরিমান টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে তিনি দাবি করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উক্ত ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান। এছাড়া এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন এবং সংঘবদ্ধ চক্রটিকে ধরা সম্ভব হবে। এদিকে দুর্ধর্ষ চুরির ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

সর্বশেষ সংবাদ