গেম সাইট আনছে ইউটিউব

গুগলের জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব অনলাইনে আলাদা গেম সাইট ও অ্যাপস আনছে। ইউটিউব গেমিং নামে এ সাইটে ২৫ হাজার আলাদা গেম পোর্টাল থাকবে। এছাড়া একটি গেম অ্যাপস তৈরি করবে ইউটিউব। খবর বিবিসির।

 
গুগল জানায়, এই গ্রীষ্মের শেষ দিকে সেবাটি চালু হতে পারে। তবে প্রথম দিকে এ সেবা শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাওয়া যাবে।

 
ইউটিউব গেমিং-এর পণ্য বিষয়ক ব্যবস্থাপক অ্যালান জোসি বলেন, ইউটিউব নতুন ধরনের একটি সেবা চালু করতে যাচ্ছে। এতদিন সিনেমা, নাটক ও সঙ্গীত অনুরাগীদের সেবা দিয়ে আসছিল ইউটিউব। এখন নতুন একটি সেবা (গেম) চালু হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ