দৌলতপুরে বাবু চেয়ারম্যান কর্তৃক ড্রাইভার ও হেলপারকে পিটিয়ে আহত ॥ যানবহন চলাচল বন্ধ

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ও তার সাথে থাকা পেটুয়া বাহিনী কর্তৃক ট্রাকের ড্রাইভার ও হেলপারকে পিটিয়ে আহত করলে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গায় প্রায় এক ঘন্টা সকল যানবহন চলাচল বন্ধ করে রাখে পরিবহণ শ্রমিক সংগঠন।
জানাগেছে ৩ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এলাকার আল্লারদর্গা বাজারে সকল যানবহন চলাচল বন্ধ রাখে পরিবহণ শ্রমিক সংগঠন। কারণ হিসেবে শ্রমিক সংগঠনটি জানায় একটি বালি বোঝায় ট্রাক (যার নং ট-১১-১৩১৯) রেফায়েতপুর হয়ে বড়গাংদিয়া যাওয়ার পথে গলাকাটি মোড়ে পৌঁছালে চেয়ারম্যান ও তার পেটুয়া বাহিনী ট্রাকের গতি রোধ করে এবং ড্রাইাভার রাজ্জাক (৩০) ও শহিদুল (২২) হেলপারকে পিটিয়ে আহত করলে তারা আল্লারদর্গা বাজারে শ্রমিক সংগঠনকে জানালে তারা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনা স্থলে এসে স্থানীয় নেতাদের সহযোগিতায় এক ঘন্টা পরে যানবহণ চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে চেয়ারম্যান জামিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গাড়ীটি তার মটর সাইকেল বহরটিকে সাইড না দেওয়ার কারণে ড্রাইভারকে একটি চড় মারা হয়েছে। জানাগেছে ইতি পূর্বে সাধু ফকিরের আস্তা ভাঙ্গা, গোরস্থানের গাছ কাটা, বয়স্ক ভাতার টাকা আত্বসাত, নাগরিক সনদ বিক্রির অভিযোগ রয়েছে এই চেয়ারম্যানের বিরুদ্ধে।

সর্বশেষ সংবাদ