বদলগাছীতে স্কুল মাঠ থেকে হাট সরানো হয়নি। বিপাকে স্কুল কর্তৃপক্ষ

আবু সাইদ বদলগাছীঃ নওগাঁর বদলগাছী পাইলট হাইস্কুল ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এখনও পর্যন্ত হাট সরিয়ে না নেওয়াই ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান ব্যহত হওয়ায় স্কুল কর্তৃপক্ষ বিপাকে পড়েছে। বিগত ৬/৭ মাস থেকে স্কুল মাঠ থেকে হাট সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি বারবার আবেদন জানিয়ে আসছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানায় প্রতি সপ্তাহে ২ দিন হাট বসে। হাটের দিন সকাল থেকেই হাজার হাজার জনতার সমাগম ঘটে। ক্রেতা বিক্রেতার কেনা বেচা ও জনতার কোলাহলে স্কুলে শিক্ষাদান ব্যাহত হচ্ছে। তার উপর হকারের মাইক এর শব্দে ক্লাসে সমস্যার সৃষ্টি হয়। ছাত্র-ছাত্রীরা স্কুলে যাওয়া আসার পথে হাটুরিয়াদের ভিড়ে বিরম্বণার শিকার হয়। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচা শিশুদের বেশী সমস্যার মুখোমুখি হতে হয়। তা নিয়ে অভিভাবকরাও আতংকে থাকে। হাট বসার কারনে স্কুলের খেলার মাঠ নষ্ট হচ্ছে। হাটের কারনে ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারে না। বিগত ৬ মাস থেকে হাট সরিয়ে নেওয়ার কথা বলে উপজেলা প্রশাসন তাল বাহানা করে আসছে। আগামী পহেলা বৈশাখের আগেই স্কুল মাঠ থেকে হাট সরিয়ে নেওয়ার কথা থাকলেও উপজেলা প্রশাসনের কোন উদ্যোগ নেই। বিষয়টি নিয়ে অভিভাবক মহলও উদ্বিগ্ন হয়ে পড়েছে। গতকাল সোমবার পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুরেশ সিংহ এর সংগে কথা বললে তিনি জানান আগামী পহেলা বৈশাখের পর হাট সরিয়ে নেওয়ার জন্য হাট কর্তৃপক্ষকে বলা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত জানান হাট সরিয়ে নেওয়া খুবই জরুরী, কিন্তু হাট সরিয়ে নেওয়ার বিষয়ে এলাকার সর্ব সাধারণকে নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে হবে।

সর্বশেষ সংবাদ