আজকের শিক্ষার্থীরা আগামীদিনে এদেশ কে বদলে দিবে — হেনা

মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন,
আজকের শিক্ষার্থীরা আগামী দিনে এদেশকে বদলে দিবে। সুন্দর বাংলাদেশ বি-নির্মানে আজকের শিক্ষার্থীদের বিকল্প নাই। তাই খেলাধুলার পাশাপাশি এসব শিক্ষার্থীদের ভালভাবে লেখাপড়া করতে হবে। ভাল ছাত্র/ছাত্রী হিসেবে লেখাপাড়ায় মনযোগী হতে হবে। এ জন্য শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের পাশাপাশি অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি ভূমিকা রাখতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য প্রভাষক মাহফুজা খানম লিপি, বগুড়া জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ, মারুফ রহমান মুঞ্জু, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, উদ্বোধক, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম পান্না। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জিলাদারের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফরিদ উদ্দিন, আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সাবেক সহকারী শিক্ষক দবির উদ্দিন,আনছার আলী, লাহিড়ীপাড়া ইউপির ৮নং নং ওয়ার্ড সদস্য আজাদুর রহমান মকবুল, এনামুল হক উকিল, তাজেল ইসলাম,রুবেল সাকিদার, নান্টু মিয়া, আলী হাসান,সংরক্ষিত মহিলা সদস্য কল্পনা বেগম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান,দেলোয়ার হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা মন্ডলী মানেজিং কমিটির সদস্য/সদস্যা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ