মহেশপুর ও কোটচাঁদপুরকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে ভিক্ষুকদের মাঝে আয়বর্ধক উপকরণ বিতরণের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল জিল¬ুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইমদাদুল হক বুলু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: সিদ্দিকুর রহমান, দুর্নিতী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন, পান্তাপাড়া ইউনিয়নের চেয়ারম্যন ইসমাইল হোসেন।

আলোচনা সভার শুরুতে মহেশপুর উপজেলার ৪০৭ জন ভিক্ষুককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারা ভিক্ষা না করার শপথ করেন। পরে ভিক্ষুকদের মাঝে, ছাগল, মুরগী, ব্যবসায়ের উপকরণসহ আয়বর্ধক উপকরণ বিতরণ করা হয়। এর আগে দুপুরে কোটচাঁদপুর উপজেলাকেও ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ