গুরুদাসপুরে ডিজিটাল ল্যাবের চুরি যাওয়া ১৩টি ল্যাপটপ উদ্ধার

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃ নাটোরের গুরদাসপুর উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” থেকে চুরি হওয়া ১৩টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রশিদুল ইসলাম (১৭) নামে একই  কলেজের একাদশ শ্রেনীর   একজন  ছাত্রকে আটক করা হয়েছে। বৃহঃবার  রাতে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ল্যাপটপগুলো উদ্ধার করা হয়। ।আটক রশিদুল ইসলাম উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামের আয়নাল হকের ছেলে ৷
   গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” থেকে প্রায় আড়াই মাস আগে ১৭টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বুধবার রাতে রশিদুল ইসলাম নামে ওই কলেজের এক ছাত্রকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রশিদুল ইসলাম  ল্যাপটপ চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।  তার দেয়া তথ্যের   ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে   পুলিশ  অভিযান চালিয়ে  ১৫টি ল্যাপটপের মধ্যে ১৩ ল্যাপটপ উদ্ধার করে ৷

সর্বশেষ সংবাদ