ফুলছড়িতে অগ্নিকান্ডে ৯ পরিবারের ২৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কটিয়ার ভিটা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে ঘরবাড়ি, নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, গরু-ছাগল, মরিচ, ধান-চাল, ভূট্রা আগুনে ভস্মিভূত হয়ে প্রায় ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
নব-নির্বাচিত উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের জানান, গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে কটিয়ার ভিটা গ্রামের মেহের আলীর বাড়ীতে গোয়াল ঘরের কয়েলের আগুন হতে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আগুনের শিখা মূহুর্তে মধ্যে বাড়ী-ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুনে মেহের আলী প্রতিবেশী মকবুল হোসেন, বুলবুলি বেগম, দুলা মিয়া, ময়নুল হক, নয়া মিয়া, সের আলী, অহিদুল ইসলাম, আব্দুর রশিদ মিয়ার বাড়িসহ ৯টি পরিবারের ১৭ টি ঘর ও আসবাবপত্রসহ প্রায় ২৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো এখন মানবেতর জীবন যাপন করছে। এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের কোন সহায়তা দেয়া হয়নি বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত মেহের আলী বলেন, তাদের যা ছিলো, সবই পুড়ে গেছে। এখন আবার নতুন করে সংসার গোছানো ছাড়া তাদের সামনে কোন পথ নেই।
সবকিছু হারিয়ে মেহের আলীর মতো অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অন্যরাও দিশেহারা হয়ে পড়েছেন। সবকিছু হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। স্থানীয়রা কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ও সব হারিয়ে অসহায় নিঃস্ব মানুষ গুলোকে সহায়তা করার জোড় দাবী জানান।

সর্বশেষ সংবাদ