গুরুদাসপুরে পুলিশের সাথে মেয়র সমর্থকদের সংঘর্ষ,আহত-১০

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃ : নাটোরের গুরুদাসপুরে উপজেলা আইন শৃংখলার মাসিক মিটিংয়ে প্রবেশ নিয়ে গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লার সমর্থক ও  পুলিশের সংঘর্ষে ৫ জন পুলিশ সদস্য সহ অন্তত ১০জন আহত হয়েছে।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কার্যালয়ের  সামনে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত পুলিশ সদস্য গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক মোহম্মদ সাইদুজ্জামান জানান, উপজেলা আইন শৃংখলা মাসিক মিটিংয়ের আজ নির্ধারিত সময় ছিল। মিটিংয়ের প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস। মিটিং শুরু হওয়ার পূর্বেই   গুরুদাসপুর পৌরমেয়র শাহ নেওয়াজ আলী মোল্লার সমর্থকরা একটি মিছিল নিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে  সংঘর্ষ বাধে ৷ পুলিশের উপ-পরিদর্শক সাইদুজ্জামান, সাইফুল ইসলাম ও তিনজন কনস্টেবলসহ অন্তত ১০জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে এবং লাঠিচার্জ করলে মিছিলকারীরা পালিয়ে যায়। এখবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সর্বশেষ সংবাদ