তানোরে ৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ৮০ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে তানোর থানা পুলিশ। এ ঘটনায় চোরাচালান আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারর্কৃতকে সোমবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাপাইনবাবগঞ্জ জেলার তারাপুর গ্রামের খোকা শেখের পুত্র আবুল কালাম আজাদ (৪০) সোমবার সকালে তানোর উপজেলার কলমা ইউপির অমৃতপুর নামক স্থানে কীটনাশকের কাটনে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নাজমুল, এএসআই কামরুজ্জামান(১) কারুজ্জামান (২) শাহজাহান সিরাজ, শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আব্দুস সলাম জানান, গ্রেপ্তারকৃতকে জেল হাজতে প্রেরন করা হবে।

সর্বশেষ সংবাদ