গুরুদাসপুর পৌর মেয়রসহ ৪জন ঢাকায় আটক

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃ নাটোর গুরুদাসপুর পৌর মেয়র শাহনাজ আলী মোল্লাসহ চারজনকে রোববার রাতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  অপর তিন জন হলেন, আওয়ামী লীগ কর্মী বাবু মহুরি, আমিরুল ইসলাম ও বক্স সোনার।

গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান,  রাজধানীর শাহবাগ থানা পুলিশের সহায়তায় গুরুদাসপুর থানার পুলিশ মেয়রসহ ওই চারজনকে গ্রেফতার করা হয় ৷মেয়রসহ তাদের গুরুদাসপুরে আনা হচ্ছে।তিনিলজানান, গত ১১ মে সকালে মেয়রের নেতৃত্বে অর্ধশত সমর্থক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগ দিতে গেলে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে পুলিশ বাধা দেয়। এতে তারা পুলিশের ওপর চড়াও হয়। এ ঘটনায় ৫ পুলিশসহ ১০ জন আহত হন। এঘটনায় মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লাসহ ৬৭ জনের নাম উল্লেখ করে আরো ২শ অজ্ঞাত নামাকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলা দায়েরের পর থেকে মেয়র শাহনেওয়াজ মোল্লা পলাতক ছিলেন।

সর্বশেষ সংবাদ