রাণীনগরে পিকাপের চাকায় পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পিকাপের চাকায় পৃষ্ট হয়ে বাধন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে প্রতিবেশী মামা চার্জার ভ্যান চালক সুরুজ আলীর সাথে বাধন উপজেলার কুজাইল যাওয়ার পথে রাণীনগর-আত্রাই সড়কের মন্ডলের ব্রীজ নামক স্থানে পিছুন থেকে আত্রাই গামী মালবাহী একটি পিকাপ (ঢাকা মেট্রো:-ন ১১-৬০৫২) স্বজোরে ধাক্কা দিলে ভ্যানে থাকা বন্ধন সহ তিন জন ছিটকে পড়লে ঘাতক পিকাপ চালক বান্ধনের মাথার উপর দিয়ে গাড়ি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা গাড়িটি আটক করলেও চালক হেলপার দুই জনই সকলের দৃষ্টি এড়িয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় উৎসক জনতা রাণীনগর-আত্রাই সড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে জনতাকে সরিয়ে দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে লাশ থানায় নিয়ে আসে। নিহত বাধন আত্রাই উপজেলার চাপড়া গ্রামের এমদাদুল হোসেনের ছেলে। পিতা-মাতার বিচ্ছেদের কারণে বেশকিছু দিন ধরে বাধন তার নানা-নানীর বাড়ি রাণীনগরের রনসিংগার গ্রামে বাস করতো। এঘটনায় আহত তিন জন ভ্যান চালক সুরুজ আলী (৪৫), যাত্রী আশরাফ আলী (৬০) ও লেবু (২৫) কে রাণীনগর হাসপাতালে নিলে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও গুরুত্বর আহত আশরাফ আলীকে ভর্তি করে দেওয়া হয়।
রাণীনগর থানার এসআই রইচ উদ্দিন হাজারী জানান, খবর পেয়ে প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জনতাকে সরিয়ে দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে বাধনের লাশ থানায় নিয়ে আসি। এব্যাপারে থানায় একটি মামলার প্রস্ততি চলছে।

সর্বশেষ সংবাদ