ফুলবাড়ীতে ১২ শিক্ষার্থীকে কুরআন হেফ্জ ছবক প্রদান

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের নুরু মার্কেটে অবস্থিত বাইতুস সালাম ন্যাশনাল হিফ্জুল কুরআন একাডেমীর ১২ শিক্ষার্থীকে কুরআন হেফ্জ ছবক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে একাডেমীর কার্যালয়ে ১২ জুন আয়োজন করা হয় আলোচনা সভার। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মো. আবদুল বাতেন। বক্তব্য রাখেন ফুলবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষার্থীর অভিভাবক ওয়াহেদ আলী, অভিভাবক গোলাম সোবহান, লুৎফর রহমান লাভলু, উপজেলা প্রেস কাব ফুলবাড়ীর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, একাডেমীর পরিচালক মমিনুল ইসলাম, হাফেজ মো. জোবায়ের হোসাইন, প্রিন্সিপাল আবদুর রাজ্জাক প্রমূখ। আলোচনা সভার মাঝে শিক্ষার্থীদের বক্তব্য, কুরআন তেলাওয়াত ও ইসলামি গান পরিবেষণ হয়েছে। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমীর পরিচালক হারুন অর রশিদ।

   ফুলবাড়ীতে নতুন কুঁড়ি সংগীত একাডেমীর আত্মপ্রকাশ
ফুলবাড়ী, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই বাজারে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার প্রত্যয় নিয়ে নতুন কুঁড়ি সংগীত একাডেমীর আত্মপ্রকাশ ঘটেছে। ১৭ জুন বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগীত একাডেমীটির শুভ সুচন্ হয়। স্থানীয় বড়লই বিএস কোয়াটারে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধক ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক আবদুল হাই সরদার বাদল। বক্তব্য রাখেন বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক খন্দকার, জহুর সরকার, একাডেমীর গণ নাট্যদলের সভাপতি আনিছুজ্জামান মনু, একাডেমীর সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সরদার নাহিদ প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে একাডেমীর শিল্পীরা ছাড়াও অতিথি শিল্পীরা গান পরিবেষণ করে।

সর্বশেষ সংবাদ