চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ওবামার প্রতি রুবিয়োর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর ম্যাক্রো রুবিয়ো চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। সাইবার হামলার কথিত অভিযোগের পরিপ্রেেিত ওবামার কাছে লেখা এক চিঠিতে এ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিমার্কিন সরকারের সাবেক এবং কর্মরত প্রায় ৪০ লাখ কর্মীর তথ্য চীন হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। অবশ্য বেইজিং এ অভিযোগ নাকচ করে দিয়েছে। চিঠিতে ম্যাক্রো রুবিয়ো চীনা এ জাতীয় পদপেকে ‘দায়িত্বজ্ঞানহীন এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ বলেও দাবি করেন। তিনি তার ভাষায় বলেন, চীনকে সাইবার হামলার মতো বিপজ্জনক পথ থেকে সরিয়ে আনতে হলে কঠোর বিবৃতির বদলে ভিন্ন ব্যবস্থা নিতে হবে।
চলতি সপ্তাহে চীন-মার্কিন কৌশলগত এবং অর্থনৈতিক শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। রুবিয়ো বলেন, মার্কিন প্রেসিডেন্টের উচিত এ সম্মেলনে চীনের ওপর চাপ প্রয়োগের পদপে নেয়া। তিনি আরো বলেন, বেইজিংকে জানিয়ে দিতে হবে যে, সাইবার হামলায় জড়িত থাকার বাড়তি আলামত পাওয়া যাচ্ছে।এ অবস্থায় সাম্প্রতিক এ হামলায় জড়িত চীনা সরকারি বা বাণিজ্যিক সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি আমেরিকা বিবেচনা করবে। অবশ্য মার্কিন সরকারি সংস্থার বিরুদ্ধে নজিরবিহীন এ সাইবার হামলার বিষয়টি প্রকাশ হওয়ার পর হোয়াইট হাউজ ঘোষণা করেছিল, হ্যাকারদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা।

সর্বশেষ সংবাদ