জয়পুরহাটের পাঁচবিবি সড়কের কালভার্টটি ৯মাস পর পুনরায় ভেঙ্গে গেছে

জয়পুর হাট সংবাদদাতা ঃ জয়পুরহাটে পাঁচবিবি-হিলি(দিনাজপুর) ব্যস্ততম সড়কের চম্পাতলী নামক স্থানের কালভার্টটি ৯ মাস পর পুনরায় ভেঙ্গে পড়েছে । ক্রটিপূর্ণ নির্মানের কারণে এটি ভেঙ্গে পেেড়ছে ।ফলে ভারি যান চলাচল বন্ধ হয়ে গেছে। দিনাজপুর হিলির বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হওয়ায় এ সড়কে প্রতিদিন শত শত ভারি ট্রক ভারতীয় আমদানির্ক্রত পণ্য নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলাচল করে । এছাড়া ও দুরপাল্লার বাস , আন্ত জেলা , টেম্প. ইজবাইকসহ ছোট বড় নানা যাবাহন অবিরম চলাচল করছে । এমন হুরুত্বপুর্ণ সড়কটির পাঁচবিবি-হিলির মধ্যবর্তী চম্পাতলী নামক স্থন নির্মিত কালভাটটি সংস্কারের ৯ মাস পর পুনরায় ভেঙ্গে পড়েছে ্এতে করে ব্যস্তমত সড়কটিতে হালকা যান চলাচল করলেও ভারি যান চলাচল বন্ধ হয়ে গেছে।। এর ফলে হিলি স্থলবন্দর থেকে আমদানিক্রিত পণ্যবাহী ট্রাক চলাচলের মারাতœক বিঘিœত হচ্ছে । থানিয়(বাকজানা এলাকার) আন্ত জেলা ট্রাক চালক মোয়া্েজজম হোসন জানান চম্পতলী কালভাটটি সড়ক ও জনপথ বিভাগের নিম্মান কাজের কারণে ২০জুন ভেঙ্গে পড়েছে । ফলে দেশের বিভিন্ন জেলায় পন্য নিয়ে যাতায়াত এই সড়কে বন্ধ রয়েছে । এত আমাদের খুব অসুবিধা হচ্ছে ।এ ব্যাপারে জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম কালর্ভাটটি ভেঙ্গে যাওয়ার বিষয়ে জানান এর আগে ও কালভার্টটি ভেঙ্গে গিয়েছিল । তখন আমরা অফিসিয়াল ভাবে মোরামত করেছিলাম । ব্রিজটি নতুন ভাবে তৈরির জন্য টেন্ডার হয়েছে খুব শীগ্রই কাজ শুরু হবে।

 

 

 

সর্বশেষ সংবাদ