ভোলায় মহানবীর সম্পর্কে কুটুক্তি প্রতিবাদ ও পুলিশের গুলিতে নিহতের ঘটনায় কুড়িগ্রামে মানববন্ধন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি: ভোলার বোরহান উদ্দিনে সোস্যাল মিডিয়ায় মহানবী (স:) সম্পর্কে কু-রুচীপুর্ণ কুটুক্তি ও অশালীন ভাষায় গালিগালাজ করা ও পুলিশের গুলিতে নিহতদের বিচারের দাবীতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের শহীদ মিনার এলাকায় কুড়িগ্রাম জেলা তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা মুফতী আব্দুল হান্নান কাশেমী, মাওলানা ফরিদ উদ্দিন, আব্দুর রহিম, ইব্রাহিম আলী প্রমুখ।
বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে আল্লাহ্ ও মহানবী (স:) কে নিয়ে কুটুক্তীকারী হিন্দু বিপ্লব চন্দ্র সুভোর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও পুলিশের গুলিতে নিহতদের ক্ষতিপুরণসহ আহতদের সুচিকিৎসাসহ গুলি করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানান বক্তারা।

সর্বশেষ সংবাদ