আর পারিনা -ইবনে মিজান কোয়েল

বুকের ভেতরে বইছে উদ্বেল ঝড়
নিজের প্রতিচ্ছবি দেখি অপমানকর
আর পারছিনা সইতে-;
অন্তত কেউ আমায় আপন কর।।

নিজের সাথে করে চলেছি যুদ্ধ
বেঁচে থাকার সব পথ যেন রুদ্ধ
আর পারিনা সইতে-;
অন্তত কেউ, করে দাও সঙ্গবদ্ধ।।

সময়ের যাত্রাপথ ভীষণ অসহায়
পৃথিবীতে যেন কেউ কারো নয়
আর পারিনা-;
অন্তত কেউ, রক্ষা কর আমায়।।

বিধাতা যেন হয়ে আছে রুষ্ট
দেখেনা এ পাপীতাপীর কষ্ট
আর পারিনা-;
হে খোদা,  করে দাও আমায় পরিতুষ্ট।।

আর পারিনা;
সত্যিই আর পারিনা।।

সর্বশেষ সংবাদ